ভাবলেন কি করে?
-----------------------------------
কাকে প্রশ্ন করছেন--
কার কাছে বা বিচার চাইছেন?
যিনি কি না চেয়ারের মোহ মাখে গায়ে-
যিনি তাজা প্রাণে রক্ত ঝরাতে জানে
সমস্ত সাধারণ আদালত--
এমন কি উচ্চতর আদালতের রায়ের মূল্য নেই যেখানে
মুখ খুললেই ল-কাপের প্রজ্বলিত অগ্নিশিখায়-
ঠাঁই মেলে গরাদের বন্ধনে
চেয়ে দেখুন আপামর,
পেটের অনুন গুলো ঢেকে গেছে সারি সারি বিজ্ঞাপনে!
ভাবলেন কি করে-
ঊষর মরুভূমিতে বৃষ্টি নামবে এতো সহজে?
---------------------------------------
১৪/৭/২০২০-অবুঝ মন-
--------------------------------------
।।উৎকন্ঠার নগ্ন মিছিল।।
--------------------------------------
অসমান বাউন্সি ভরা পিছে-
ছোড়া হচ্ছে ঘূর্ণি বল
নাও এবার ব্যাট করো দেহকে বাঁচিয়ে সন্তর্পনে।


নকল জলপ্রপাতের ভিড়ে
আঁক টানা কি অতি দুঃসাধ্য কাজ?
জীবনের সুর বোঝা এতো সোজা নয়।


লীলাখেলা কজন বা জানে?
গণিতে পারদর্শী হলে-
মুখোশও,ঢাকা পড়ে বিজ্ঞাপনে।


সংখ্যা কি জানে না তথ্যের মারপ্যাঁচ?
কিন্তু তা সময়ের বেড়াজালে ঘুমিয়ে পড়ে
অথচ মুকুট জেগে থাকে শাশ্বত-চিরন্তন‌।
------------------------------------------
১২/৭/২০২০-অবুঝ মন-