ভাবনার আকাশ ছিল অবাধ, বিস্তৃত
মুক্ত বিহঙ্গের মতো ডানাও মেলে ছিল
সেখানে ছিল কমা ,দাঁড়ি- কোলন--
সেমিকোলন, বিষ্ময় এবং সর্বোপরি প্রশ্নচিহ্ন।


হঠাৎ চিন্তা ধারার মাঝে মেঘের প্রতিবাদ,
প্রশ্নচিহ্ন ,বিদ্রোহী সুরে ঝড় তোলে
দাঁড়ায় সম্মুখে ,এগিয়ে এসে
ভাবনা বাঁধা পেয়ে, থমকে গেল।


কথা দিলো মাথা নত করে-
স্বভাবের বিরুদ্ধা চরনের পথ মাড়িয়ে
ব্যথা বুকে চেপে, নিরুত্তর মনে
যা সে কখনো করেনি এ জীবনে।


তবুও সে বাঁচতে চায় আর ও
চলতে ও চায় সকলকে নিয়ে
অবশেষে পথ খুঁজে পায় ,আছে যারা সাথে,
সেখানেই ভাবনার বীজপোতে নির্ভয়ে ।
--------------------------------------------