----------------------------------
অনেক ভিড়ের ভিতর থেকে--
যখন মারো মারো শব্দে উঠেছিল ঢেউ
তখন হঠাৎই, আদলা ইটে নাকটি ফাটে
চেয়ে দেখে পাশে, আর দাঁড়িয়ে নেই কেউ
ঝরছে তখন অঝোর ধারা, রক্ত রাঙ্গা মুখে
পর্দার আড়ালে তখন  ছিল একজন-ই --
দাঁড়িয়ে যে থাকতে পারেনি এই দৃশ্য দেখে
হিতাকাঙ্খী হয়ে নিজ গৃহে আশ্রয় দিলে তাকে।


এরপর সময়ের ধারা বয়ে গেছে অনেকটা--
ধীরে ধীরে ইতিহাসের নানান স্বাক্ষী রেখে--
দেখা মেলে ,সেই মুখ-ভীষণই দুঃসময়ের নিরিখে
বিষ্ময়ের নতুন খোলসে, পরোপকারী রূপে।


স্মরণের পাতায়  কিছুটা ছিলো,ঠান্ডা হিমের পরশ
তবুও, যে বিশ্বাসের সীমা ছিল আকাশছোঁয়া।
সেই দুর্বলতার সুযোগ কাজে লাগাতে ভুল করেনি--
শান্ত ঠাণ্ডা প্রাণীর,বিষ দাঁত ক্রমশ বেরিয়ে এলো
নির্লজ্জ আবর্জনার ধ্বংসাবশেষের গভীরে হল জানাজানি,
হিতাকাঙ্খীর সুবাস মুছে দিয়ে-
বিবাদীর সমন দিল হাতে ধরিয়ে---
ছিঃ, ছিঃ, ভাবতেও-অবাক লাগে।
---------------------------------------
১৯/৭/১৯