পরিচয়ে পরিচিত আমরা মানুষ
কথার দোলায় উড়াই কত যে ফানুস--
নানা বিধ রকমারি আয়োজনে
নিজ নিজ স্বার্থের অকারন প্রয়োজনে।


সত্যি কথা বলাতে আছে কি কোন বাঁধা?
অন্তর অনুভবে এখনো কাঁদছে রাধা
আমরাই গড়েছি ওনাকে, সুন্দর অনুভবে
সেই মন ,সেই ভাবনা আজ কোথায় যে গেছে উবে?


ছলনার মায়াজাল রচিত হয় কেন কোনো কাজে!
মিথ্যার বেসাতি ছড়িয়েছে কি মানবের মাঝে?
তাই আজ ভাবতে বড়ই কষ্ট লাগে--
আমরা যে মানুষ এই ভূবনের মাঝে!
------------------------------------------
৮/৫/১৯