চেয়ারটা একই থাকে বদলে যায় রক্ত মাংস শরীর
বদলে যায় ও প্রতিশ্রুতি বেরিয়ে পড়ে ফন্দিফিকির
আমজনতার সেবক রূপে এদের আবার বিশেষ নাম
পদের জন্য কি না পারে?চুষে খায় গরীব ঘাম।


তাপসী মালির পোড়া দেহ কে আর মনে রাখে?
কামদুনিও হারিয়ে গেছে কালো ধোঁয়ার বাঁকে
মোমবাতির মিছিল ঘিরে ন্যাকামো পনার ছড়াছড়ি
হায় বাঙালি ভুলে গেলি কারা এমন চশমা ধারি!
রোজ যেখানে যোনির খোঁজে হায়না গুলো ফাঁদ পাতে
তাদেরকে আড়াল করে বলুন কারা আগলে রাখে?
এরাই আবার ভিড় করেছে অন্য শহরে জুড়ে
মুখোশ গুলো ঝলসানো ঐ শরীর টাকে আনছে তুলে কবর খুঁড়ে!
--------------------------------------------
২/৯/২০২০-অবুঝ মন-