---------------------------
সকল নাগরিক বৃন্দকে বলছি
দেখুন এক নজরে এনাদের-
ফুটপাতে-রাস্তাতে আজ স্থান হয়েছে
সমাজ গড়ার কারিগরদের।


অপরাধ কি শুনুন একটি বার
সম কাজে সম বেতন চাওয়া এই অপরাধ
অবস্থাটা একবার ভাবুন সকলে
গনতান্ত্রিক অধিকার কি গেছে রসাতলে?


পিতা ও মাতার পরে, সমাজে যাদের স্থান
তাদের প্রাপ্য কি এই সম্মান?
সে দেশে আর যাই হোকনা কেন--
শিক্ষার বেহাল দশা আসছে ধেয়ে ।


অশিক্ষা-কুশিক্ষা যে ভয়ানক রোগ-
তাতে যে দুঃখ বাড়ে,আর নির্লজ্জ সম্ভোগ
সেই প্রচেষ্টা কারা করে চলেছে?
ভাববার সময় এখন এসেছে এগিয়ে।


দেদার অর্থ ওড়ে-রসালো ফলার ভাঁড়ে
কুর্শি বাঁচানোর সুকৌশল দিকে দিকে-চারিধারে
শুধু মানবিক বোধ গেছে মরে--
এখন ও সময় আছে, ভাবুন একবার সকলে।
--------------------------------------------
১৮/৭/১৯