আর ক্ষনিকের অপেক্ষার পথ চেয়ে নতুন
তোমার আমার পথ চলা --
দীর্ঘশ্বাস ফেলে সময়ের অলিখিত সীমানায়
বোঝার মত মন কোথায়?
বন্ধকী দরজায় ঠকাঠক ঠকঠক
এরই মাঝে টাট্টু ঘোড়া ছুটে,বাড়ছে আগামীর স্রোত
অতীত সকল জীর্ণ পুরাতন
পুকুর পাড়ে দাঁড়িয়ে একা
মাছ খেলা করে অগভীর জলে
আত্মসংযম নির্ভরতায়,অলীক সুখেই খেয়া-পারাপার
বেঁচে আছে তবুও,তোমার আমার কথোপকথন
এটাই বা কম কি,আহা কি অপূর্ব বিধির লিখন!
-----------------------------------------
৩১/১২/১৯-অবুঝ মন-