---------------------------------
যমের দক্ষিণ দুয়ার
দিকে দিকে দিচ্ছে হানা
ঘুম পাড়িয়ে দিতে--
চুপি চুপি এসে বলে
আমি করোনা
বাইরে আর বেরিয়ো না।


যদিও বা দেখি পথে
দূরত্ব রেখো সাথে
ভিড়ের মধ্যে পেলে
নেবো যে টেনে তুলে
কোনো কথা শুনবো না
দামি যত হও মনা
বিচারের মাপকাঠি
আমি যে করি না
কাউকেই ছাড়ি না
আমার নাম করোনা।


কথাটি জেনেশুনে
চমকাই মনে মনে
অগত্যা নিলাম মেনে
হায়রে বিধাতা এই কী ছিল-
ললাটের লিখনে!
বাইরেও বেরোতে মানা!
কি করবো দাও বলে
ভাল লাগে না।
---------------------------------
১/৪/২০২০-অবুঝ মন-