মেঘের বিরাট চাঙর ঠেলে
বিষণ্ণ বিকেল বেলায়
আবার এলো ফিরে চেনা রোদ
হাজার দুর্লঙ্ঘ্য রাগ অনুরাগ
মিশে গেল স্মৃতিবিজড়িত
বিশ্বস্ত অম্লান মায়া বন্ধনে
দেখা হলো মিলন মেলায়
ঠিক আগের মতোন করে
ঝিরিঝিরি প্রবাহিত নির্মল বাতাস
পবিত্র ভালবাসার শ্রদ্ধার্ঘ্য নিবেদনে
দ্বেষ-বিদ্বেষ মুছে গেল
তৃষ্ণার্ত চাতকের সুমধুর কুঞ্জনে
জ্বললো আলোক শিখা
নিখুঁত প্রত্যাশার গীতিময় স্পন্দনে
এটাই জীবন,এটাই  সুখ
স্নেহের বিভাজনে বাড়ে শুধুই অসুখ
হৃদয় আকাশে তাই খোলা থাক দ্বার
আর নেই ভয়,আর নেই ভয়
ভালোবাসাতেই রয়েছে যে জয়
ভালোবাসাতেই জয় নিশ্চয়।
-----------------------------
৮/১০/১৯--অবুঝ মন.