যে মন উড়তে চায়
তাকে একটু উড়তে দিয়ো
বেঁধে রাখা কেনো?
শুন্যতার অতলান্তিক সাগরে!
পলাশের রঙে রাঙায়িত হলে
মনকাননে,হৃদস্পন্দন ধ্বনি রয়ে যাবে
আজ হতে শতবর্ষ পরে।


সেখানে এতো ভাবছো!
সময় পেরিয়েছে বলে কি--
সবকিছু ভেসে গেছে গঙ্গার জলে?
ঐ যে নীলাকাশ,যদিও অধরাময়
তবুও দেখো চেয়ে সাগরের বুকে আজো লীন
ভালোবাসা একবার যে বুকে বেঁধেছে বাসা
শত আঘাতে,একটু ও হয় না মলিন।


হয়তো মাঝে মাঝে অস্থির পাশাচাল চলে,
যৌন আবেগের সাঁঝবাতি ঘিরে
তার মানে এই কি বুঝায়--
স্মৃতি পাতা থেকে প্রেম চিরতরে গেছে মুছে?
-------------------------------------------
২৪/৩/২০২১-অবুঝ মন-