***।ভ্রমরা কথা শোনো।***
----------------------------------------
একদিন ঝড় থেমে যাবে
সে কথা মেনে কি নিয়েছে আগুন গোলা?
ফাগুনের এই অপূর্ব মহিমা
তবুও বসন্ত বাতাস এতো উদাসীন চলেছে একেলা!


ভ্রমরের গুঞ্জন কানে না শুনে
আয় খুকু আয় গীত গায় মনে
প্রজাপতির ডানা মেলা ভার--এই টুকু চায়!
খেলা ভাঙার খেলা খেলবি কে আয়?


আগুনের পরশ ভুলে যাও
ভ্রমরী হাঁফ ছেড়ে কথা কয়--পাতা ঝরা কবিতায়!
----------------------------------  
               -৪/৪/২০২১-


***যেতে দাও আমায় আর ডেকো না***
---------------------------------------
সেই তো যেতেই হবে--কেনো বসে থাকা?
বাদুড়ের নাচ হতে--যাবে কি রোখা?
যুদ্ধের শুরুতে--এই যদি হয়
পরিনতি কি যে হবে?বোঝা বড় দায়।


খেলা যে হবে এ কথাটি মেনে নিয়ে
প্রদীপ জ্বালিয়ে রেখো ফিরবার পথ চেয়ে
কান পেতে শোনো-কে বলেছে তুমি একা?
ঐ তো সুর বাজে আবার হবে তো দেখা।
----------------------------------------
        ৫/৪/২০২১-অবুঝ মন-