চলাই জীবন এ কথা সত্যি মেনে
ধূসর রঙের প্রান্ত ধরে সাঁতার কেটেছি কতো
মিলেছে কেবল নোনা হ্রদের সুদীর্ঘ ছায়া!
তা সে ফেলে আসা যাপন বলয় হোক
কিংবা অস্ত রাগের অকৃত্রিম কৌতুহল
প্রতিটি বাঁকের পারে ভেসে ওঠে--
স্লো পয়জনিং গ্যাস্ট্রিক আলসার!
কি হবে আর প্রচারের কাজে লেগে?
কথার আড়ালে ভাঙচুর লুকানো কি যায়?


তবু খোঁজ নিয়ে যাই দুই বেলা
এবড়ো খেবড়ো টিলা ঘেরা পাহাড়ের,
মেলে কেবল সুনামির বিস্তীর্ণ ঢেউ
আলেয়ার ভরসা-দায়সারা কাঁচের গ্লোভ।
তাকিয়ে দেখি কেউ কোথাও নেই
এগিয়ে আসছে জমাট বুলডোজার!
সামনে দাঁড়িয়ে চিরপ্রতিদ্বন্দ্বী সময়
হাওয়া ভবনের সম্পৃক্ততায় নির্ভীকচিত্তে জানাতে চায়
জ্বলন্ত সিঁথি বাদেও আমার আরো একটি অসুবিধা আছে।
---------------------------------------------
২০/৪/২০২১-অবুঝ মন-