এক নয়,দুই নয়---
কতযুগ পুরোনো ভেবে দেখ
হারানো সে সুর,সাধনার সঞ্চয়।
দেখা হওয়ার তীব্র যানজট
তীর ভাঙা ঢেউ--দুচোখের বিস্ময়
তবু এতো সংশয়!


যে পথের সংযোগে ঘূর্ণির দেখা মেলে
সে পথটি মাড়িয়ে
সত্যি কি কিছু পাওয়া যায়?
ওই যে বনলতা ঝরঝরে কেয়া পাতা
ফুরফুরে গন্ধ ছড়ায়--
সে আজ কোথায়?
------------------------------------------
-১৮/১১/২২-অবুঝ মন -