শিবলিঙ্গের মোড়ক উন্মোচনে
বন্ধুত্যের কথা যদি মনে না থাকে
কালের গর্ভে ভাগচাষী জুটে গেলো বলে
চেনাজানা পৃথিবীর স্থান একেবারে হিমঘরে!
ভেবে দেখো সে সময় আর এক্ষণে
মাত্র একটি কুঁড়ির তফাৎ
বাকি কিছু নতুনের কি আছে যাতায়াত?
হাঁ বলতে পারো মাথার উপরে
এখন একটি জুটেছে সুনিশ্চিত আশ্রয়।
তদুপরি বিসর্জনের বাজনা--
কি ভাবে গেঁথে গেলো মনে?
না হয় ঝড়ের গতিতে হাঁপানি উঠতো লন্ঠনে লন্ঠনে
তাই বলে জেনেশুনে কাহিনীকার বনে যাওয়া!
এও কি একপ্রকার শকুনি মামাকে মনে করায় না?
এখন আবার নতুন ফলকের আবির্ভাব!
জেনে রাখো যা কিছু অতীত,যা কিছু বর্তমান
আগামীকালও একই থাকে পরিচয়
হোক তা যতুই অথৈসাগর।
--------------------------------------------
-১৬/৪/২০২২-অবুঝ মন-