শান্ত বেলাতট বললে
কতটা সত্যি বলা হবে সে বিষয়ে সন্দেহাতীত
অন্য কারোর ঘর মানে এই নয় অস্তিত্বের বদল হাওয়া
ফেলে আসা পৃথিবী জৈবিক ক্ষুদা বুকে নিয়ে,
মুছে দিতে কি পারে চাতকের অলব্ধ চাওয়া পাওয়া?
বেশি কিংবা কম এতো সময়ের নিরিখ বদল,
তার মানে এই নয় ভাবনার সুনামী জ্বরে আক্রান্ত হতেই হবে
তাই তো এতো বছর পরেও,
এখনো চাঁদের শহর ক্লান্তির ছাপ ভুলে স্বপ্নের ঘোরে রাত জাগে
জীবন খুঁজে বেড়ায় হারানো সুর
আসলে ধরন আর ধারনে আজো নিজস্বতাই রয়েছে সবুজ
ভেবে দেখো চিরস্থায়ী হয়েছে কি কিছু?
---------------------------------------------
-২১/৪/২০২১-অবুঝ মন-