সুর ছিলো---গান ছিলো বলে
রিমঝিম রিমঝিম শ্রাবণের বর্ষার মতো
বসন্তে ডেকে ওঠে কোকিলের স্বর।


ইচ্ছেঘুড়ির আকাশে উড়তে দেখে--
তড়িঘড়ি করে বাঁধন হারা পাখি,
আগুন ঝরাতে চাইলো অসীম চাওয়া পাওয়ায়।


এর ঠিক পর পরই প্রেমের দালান কোঠায়--
একটুখানি বেসামাল বর্ণালী রঙ লেগে গেলো বলে,
ঠান্ডা বাতাসের স্রোতে তীর্যক তির ভাসিয়ে দিলে!


তাপহীন চোখে না তাকিয়ে কখনো কি এতো কথা বলা চলে?
------------------------------------------
-২৪/৩/২০২১-অবুঝ মন-