'বই মেলা-২০২১'
কবিতা-।।ভেঙে গেলো খেলাঘর।।
        ।।কলমে: নরেশ বৈদ্য।।
---------------------------------------------
সেদিন যখন দেখা হয়েছিলো
ছিলো না বসন্তের ছোঁয়া,তৃপ্ত রাঙা রোদ
সেদিন ছিলো হরিনীর চোখের কোণায়
মেঘের আঁচল ভরা কালো কালো ছোপ
অনন্ত ক্লান্তি মাখা নিঃসঙ্গ পথ পেরিয়ে,
এক আকাশ জোছনার বাতি বুকে নিয়ে-
ও ভিড়ে ছিলো হারানো পথের বাঁকে।


সে আসার উজান স্রোতে--
আবারো জেগে ছিলো ময়ূরীর দীপ্ত নৃত্য
হৃদয়ে গোলাপ সুভাস ফাগুন রাঙা ভোরের আলো
সন্ধ্যার আভাস ছিলো না বললেই চলে
শব্দ বুনলো নতুন নতুন সোনালী স্বপন,
রঙিন পেলব বৃষ্টির রুপালি ছটায়--
কৃষ্ণচূড়ার আবির রঙে আগুন জ্বললো দাউ দাউ করে
অপার বিস্ময়ে ভাসিয়ে নিয়ে গেলো ভালোবাসার উর্বর চরে!


খেয়ালী বাতাসও মনের অলিন্দে--
বাসা বাঁধলো এক সাগর কল্প সুখ
ঠিক তখনই হঠাৎ,পাশাখেলার নান্দনিক প্রকাশ
আলপথ ধরে হাঁটে বিশ্বাস
ঢেউ গেলো থেমে,বিষন্ন বালুকা ভিড়ে
রাঙা রোদ বিদায় নিলো প্রসুপ্ত কান্না এঁকে।
---------------------------------------------
১৫/১১/২০২০-অবুঝ মন-