যে পাখি যায় উড়ে দূর বহুদূর
সে পাখি কি যায় ভুলে সুমধুর সুর?
মাঝে বিস্তৃত ব্যবধানে সময়টা বয়ে যায়
স্মৃতির পাতা গুলো ঘুসঘুসে ফেনা তুলে আজীবন খেয়া বায়
চেনা পাখি আর কখনো আসে না ফিরে।


যে কথা গেছে উড়ে হাওয়ায় ভেসে
সে কথা কি কখনো বলা হয়েছিল ভালোবেসে?
ব্যবধানের হাওয়াই বাজির বাহারি নাচন
না কি ফিরে দেখা ইতিহাসের নতুন মোড়ক উন্মোচন?
চেনা কথামালা কত সহজে তলিয়ে গেলো মরু সাগরের কিনারে!


যে মনের জানালা জুড়ে প্রীতিহীন ঢেউ
সে মনে কি সুখ-স্মৃতি আলোড়নে স্থান পায় কেউ?
বৃথা আলগোছে বাঁধনের তান্ডব,সীমাহীন ঝড়
হাঁতড়ে খুঁজে বেড়ানো অলীক সাঁতার,বুক ধড়ফড়
মনের জানালা বলে সেথা কিছু ছিলোনা কখনো।
-----------------------------------------
১৪/৯/২০২০-অবুঝ মন-