প্রথমবার বিদায় বলার কারণ দুজনার নয়
কানাঘুষো কানপাতা সুনামীর হয়েছিলো জয়
সে পথের বাঁকে আর কি থাকতে পারে?
ভাঙ্গনের কোন টান চোখে তো পড়েনি পাতা ঝরা সংসারে
দুটি দিকে দুটি কুঁড়ি এলো আলোকরে।


হাঁটি হাঁটি পা পা সোনামনি আয় আয়
চৌকাঠ পেরোতেই চোখ পড়ে কবিতায়!
খুব চেনা মুখ টা--কে যায় হোথায়?
দেখা হলো দুজনায়,কিছু কথা বিনিময়
আর কোনো দেরি নয় ধেয়ে এলো শ্রাবনের বরষা।


সেই শুরু ঝিমঝিম,অভিমান আর নয় শুরু হল গান
না কোনো জোর না কোনো উজান
তবুও মাঝে মাঝে ঝেঁপে এলো অনাকাঙ্ক্ষিত অনাবৃষ্টির ঢেউ!
হাহাকারের এ কোন কোলাজ?জানলো না আজো কেউ
আবারো দ্বিতীয় বার জয়ী হলো সুদীর্ঘ ছায়া!


ঠিক বিদায় না,আবার সংযোগ ও বলা চলে না
চক্রব্যূহে পড়ে পিছমোড়া খেলো কামনা বাসনা
যেমন হয় আর কী ছাপোষা আপোসের বৃষ্টিপাতে
বুনো ঝড় তীর্যক হাসি এঁকে তীব্র উল্লাসে আছড়ে পড়ে বুকে
সেখানে আবার অপেক্ষা--!নিছকই ভ্রান্তির রুঢ়রেখা।
---------------------------------------------
২৮/৪/২০২১-অবুঝ মন-