সহজ ভাষা আজ মুখ ফিরিয়ে নেয়
মেঘলা মন-খারাপি পঙ্কিল সীমানায়।
অহংকারের রাগিনী সুর ঝরছে অঝোরে--
মানুষের দেমাগী ভীমরুল মানসিকতায়।
চেনা মানুষ রয়েছে পরে অচেনার বর্ম শেকল---
হঠাৎ হঠাৎ, দীর্ঘ দাহন রূপে---
আসছে ধেয়ে বিধ্বংসী সাইক্লোন হলাহল।
যেন দস্যু রত্নাকরের দল আকাশ কাঁপানো,
নিম্নচাপের বোঝা নিয়ে ছুটছে সজোরে--
নির্বাক চিহ্ন আঁকতে,মানবের-ই সংসারে।
---------------------------------------
২৬/৮/১৯-অবুঝ মন-