হতে পারে জমাটি দেওয়াল
তাই বলে মচকাবে না তাও কি হয়?
আড়ে বহরে চড়ে গেলে
চুপচাপ দাঁড়িয়ে থাকা কি যায়?


উঠোন বদলে গেছে বলে
ঝরঝরে সুর লুকিয়ে কি রয়?
যা কিছু ভালো তা যে স্বীকার্য
দেওয়াল ভাঙার গল্পলেখায় এটুকুই যথেষ্ট কি নয়?


সাহারার বুক জুড়ে আসে ধেয়ে ঝড়
না,কোনো আয়ন বায়ু নয়
হতেও তো পারে ফুরফুরে মত বিনিময়
এখানেও সংশয়--শব্দেও জড়িয়ে ভয়!


ঘুম জাগানিয়া সুর হলো আগুয়ান
নিস্তব্ধ গ্যালাক্সি চশমা জড়ায়
যদি না থাকে অভিকর্ষ টান
হোক না যতো মায়াভরা তা যে ধূসর কুয়াশাময়।
---------------------------------------------
১৭/৬/২০২১-অবুঝ মন-