আবার হবে দেখা জনমানবের ভীড়ে
আলাপনের রঙ মশালে,
জোলো আলপোনার ছোঁয়াচে আঁচড়ে
কথার আকাশে গাংচিল যাবে উড়ে মেঘেদের দেশে
ভাবের দেওয়াল ফুঁফিয়ে ফুঁফিয়ে,একেবারে যাবে টেঁশে
থাকবে সাজানো বরন ডালার
রাশি রাশি পসরা,রঙিন আবির মাখা
তবুও,ময়ূর হারিয়ে ফেলবে স্বকীয় বাহারি রাঙা পাখা
এটাই জীবন এটাই নিয়তি,বিধির বিধান
জানি নীরব ঝড় অন্তরেতে তুলবে তুফান।
--------------------------------------------
৩০/১১/১৯-অবুঝ মন-