এখনো হৃদয়ে রয়েছে জেগে--
আনলাকি থার্টিনের মো মো গন্ধ,
শুধু টুকরো টুকরো হয়ে গেছে--
সেদিনের গোলাপ ছোঁয়া হাতের পরশ।
কেন যে সুগন্ধি কমল দগ্ধতা সাজালো--
বেসুর ঝাঁঝালো মহুয়া ফুলের রসের খোঁজে?
হাজারো কাজের ভিড়ে এখনও--
প্রশ্নের দোলা এসে ভিড় করে, প্রতিবাদ সমাবেশে।
তবুও স্নিগ্ধ রোদের সোনালী আলো
ঝড় তোলে- মুগ্ধ বাতাস হয়ে--
অস্থির হরিণীর চোখের তারায়,
খরস্রোতা প্রেম যমুনায়।
আর বারে বারে, ভেসে ওঠে প্রশ্নচিহ্নের আলপনা--
বিষাদ সিন্ধু ভাসিয়ে দিয়ে--
গাইছে করুন সুরে সময়ের ভাঁজে ভাঁজে
স্রেফ বদলে দিতে -বিধির বিধান।
-------------------------------------
১৬/৬/১৯