এতো সহজে ফাগুনের দেখা কি মেলে?
লালসা মুখর জগৎ সংসার আজ বিশ্ব উষ্ণায়নের কবলে
যে চোখে ঝরে না অশ্রু,যে চোখে নামে না শ্রাবণ
সেখানে জেগে ওঠে মহাআকর্ষন!
ভেবে নিলে আগুনই সব,ভাবলে না হচ্ছে বিবর্তন
ভারাক্রান্ত মন,বেদনার ভার বহা বৃথা অকারন
চেয়ে দেখো যে পাখি ডাকছে গাছে তা মন্দ নয়
শুধু আগুনকে ছুঁতে চাওয়া ওখানেই যতো ভয়
কি করে ভেবে নিলে চোখের তারায় উঠবে জেগে শিকড়ের টান?
যে স্রোত বিলীন হোক তা পূর্ব রাগ,সেখানে যাওয়া আসা বিলাসী মরন।
-------------------------------------------২০/৬/২০২১-অবুঝ মন-