----------------------------------------
প্রকৃতিও,বোঝে তাই আজ তার মুখ ভার
ঝমঝমিয়ে বৃষ্টি এলো
ধুয়ে-মুছে দিতে সমাজের কালো ছায়া,জঞ্জাল
উল্লাস ধ্বনি জয় হিন্দ,বন্দেমাতরম
তাদেরই হাতে লেগে আছে আজ রক্তের কালো দাগ
উঠছে পতাকা,চিৎকার কলরবে
দিন শেষে বোতলের জলে মুখ ডোবে
পা টলমল,মাথা ঘোরে ঝিলমিল উৎসবে
ওহে বীর,বিপ্লবী ডাক দাও আরও একটি বার
এ পূণ্য পবিত্র ভূমির,মুছে যাক কালিমা
হোক স্মরণীয় তোমারই পাদস্পর্শে বারবার
তুমি বীর,তুমি বিপ্লবী,তুমি নেতাজী,চির অমর,প্রনাম।
---------------------------------------
২৩/১/২০২০-অবুঝ মন-