।।বিপ্লব হোক হাতিয়ার।।
---------------------------------------------
গোদের উপর বিষফোঁড়া ছুঁতে
জ্বালা ফোঁড়া ভরে গেলো
নড়বড়ে দেখানধারী বকবস গাজন নাচন
কঙ্কালসার নট নড়ন চড়ন বাট ঠকাস
বীভৎস রূপে আলগা বাঁধন ছুঁলো।


পরিসেবা শব্দটি মত্ত বাজনদারে
বিবেকের পচন গুঁড়ো মেখে
ঠক ঠকাঠক আওয়াজ করে
ধূর্ত লোভের পরশ ছুঁয়ে সিঁধ কেটে
ত্রাণের ভাঁড়ার চুরি করে।


সুযোগে বুঝে ওজন দার ভাইরাস-
কোভিড নাইনটিন,আর দোসর উমপুন
কী আর করে--দাপিয়ে দাপিয়ে লাফিয়ে বাড়ে।


এই বীজ ধান শেষ হবে কবে মানুষ কি তা জানে?
বিপ্লব হোক হাতিয়ার--
নির্লজ্জ এই আগল খোলা আলগা বাঁধনের।
---------------------------------------------
২৩/৫/২০২০-
------------------------------
         ।।হায় হায়।।
----------------------------------------
ফকিরের কানা কড়ি লুট করে কুমিরের সে কী কান্না!
কালের চাকা শিথিল হলে ফকিরকে সে আর চেনে না
ভাড়ার খালির গল্প শোনায় খাই খাই শুধু বাই তার
তুলসী পাতার সুগন্ধি মাখে বিজ্ঞাপনের বাজানদার
সিংহাসনের অন্ধ মোহে ধৃতরাষ্ট্রকে মানায় হার
কাজে আর খতিয়ানে বিস্তর গরমিল তার
এমন হবু রাজা হলে মেলে কি আর পরিত্রাণ?
উলু-খাগড়ার প্রাণই যে গঙ্গা জলের পবিত্র স্নান!
-----------------------------------------
২৯/৫/২০২০-অবুঝ মন-