দুটি শালিকের মতো জ্যোৎস্নার চরে,
শিশির খুঁজে ভিজে ছিলাম প্রেমের নিভাঁজ ঢেউয়ে।
তবুও শুনতে হয়েছে শব্দ মিছিল,বাঁকা বর্ণের তির্যক তির
তাই আজো বিদ্যুৎ বুকে জেগে আছে অলব্দ পিয়াসার আগুন শরীর।


যম-দূতাবাস থেকে পাহাড়ের মতো,
এক আকাশ কালো মেঘ এসেছিলো ধেয়ে
পাথরের ঢল নামে ভালোবাসার আনাচে-কানাচে।


সময় গড়াতে না গড়াতেই,মধুময় কথার পাঁচালী--
হিমাঙ্কের নিচে অনন্ত বিশ্রামে খুঁজে নিলো মৃত কফিনের খোল।
হাতে হাত রাখা মায়াবী আঁচল,
বিস্তীর্ণ মরুদ্যানে শীতঘুমে ডুবে গেলো
স্বপ্নীল রোদের উঠোনে অনায়াসে নেমে এলো বালুকার ভিড়।
---------------------------------------------
১৮/১১/২০২০-অবুঝ মন-