অবাক পৃথিবীর বুকে
অবাক হওয়ার বিষয়টা
অনেক অনেক দূরে গেছে সরে
কত কথা আজ বলা যায় অতি সহজেই।


এই ধরুন-- আমি আসছি এখানে
তুমি ও আসলে আসতে পারো
পরক্ষনেই বর্ণের সাজী আসে ভেসে
আমি  ফিরে চললাম,যাও ফিরে ঘরে।


এই ধরুন--দেকো
এবার কিন্তু কথার একচুলও নড়চড় হবে না
এই তোমার হাতের পরে হাত রেখে তিন সত্যি করলাম
পরক্ষনেই বর্ণের সাজী আসে ভেসে
এতো আকাশ কুসুম কল্পনা ভালো নয়।


এই ধরুন এখন --
আমি কি কখনো বলেছি
তোমার সাথে যাবো না
পরক্ষনেই বর্ণের সাজী আসে ভেসে
তুমি বসে বসে আকাশের তারা গোনো।


এরপর জীবন নদে উপরি পাওনা তো আছে
একরাশ নীরবতা,বেদনার অথৈ কূল
ছলাৎ ছলাৎ বাজবে বুকের গভীরে
খেয়ালী কথার কষাঘাতের তীব্র হুল ।
----------------------------------------
১/১০/১৯-অবুঝ মন-(৪০০)-নিবেদন।