দেখেছিলাম রক্তের নিবিড় সোফান
মোচড় দিয়েছিলে যা বুকের ভিতরে
সংশয়ের বেড়াজাল ভেঙে-সত্যের বন্ধনে
আঁকড়ে ধরে ছিলাম সরলতার মোড়কে
অসময়ের বন্ধু বলে , ভাবা হয়েছিল যাকে
সময় কালে ধরা পড়ে ,নির্লজ্জ মোহের অনুজ্জ্বল পোশাকে
বিলীন হয়ে গেছে সেই বিশ্বাসী অক্সিজেন
বর্তমান সময়ের এলোমেলো কদর্য স্রোতে।


হোঁচট খেয়েছে সবুজ বিশ্বাস বৃত্ত--
ঘুণ ধরা বিশ্বাস-ঘাতকতার অচেনা মুখে
বেরিয়ে পড়েছে যে, কঙ্কালসার মাকড়সার বিবর্ণ ঘ্রাণ
ক্ষিপ্র চিতার ধারালো নখরের প্রমাদের সুরে
বিধ্বস্ত, পূবালী সোনালী আলোর দিশা---
মন্দ ভাষা-অপ্রীতিকর রক্তঝরা হিমেল চুমুকে।।
----------------------------------------
২৯/৬/১৯---