বদলেছে জীবনের রঙ
ঘটনার নানা ঘাত-প্রতিঘাত বাঁকে
বদলেছে কালের ধারা
স্বার্থের চাঁদোয়ায় মুখ ঢাকে।


জেনে শুনে তবু ও দিচ্ছে পা
জানাশোনা রং মাখা ফাঁদে
জীবনের ক্যানভাস রঙ তুলি
ফুঁপিয়ে গুমরে-গুমরে কাঁদে।


মেঘ রূপি-ঈশান কোণে
কতবার উঠছে ঢেউ--
অন্তরে ঝরে পড়ে অঝর ঝরা
তার কি হিসাব রাখে কেউ?


বিশ্বাস হয়েছে সঙ্গিহীন--
হৃদয়ে পাথর জমে,
ভালো লাগা-বিভ্রম নেশা
মুখ ঢাকে মুখোশের বেড়াজাল খামে।


ভরসার স্থান জুড়ে--
বিরাজমান-অচেনা লবনাক্ত জল
ভিড় করে মিথ্যে স্বপ্ন রঙ--
যেন বোকা বানানোর  যান্ত্রিক পেষাকল।
------------------------------------
১৫/৬/১৯