চেনা নাম দেখে ও---
প্রশ্ন করা দোষের কিছু নয়
উত্তরেতে ছলনার আশ্রয় নিলে
দোষের বোঝা সইবার যত ভয়।


কুরুক্ষেত্রে বিপদে পড়ে যেখানে
মিথ্যা ছলনার আশ্রয় নিয়েছিল যুধিষ্ঠির
সেখানে নশ্বর, এ মানব জীবনে
অযথা কেনই বা হচ্ছো এত অস্থির?


অস্বস্তিকর ঘটনার- ঘনঘটায়
মনে হয় ,পরিস্থিতি ছিল দায়ী
এর পরে ও, যদি দোষ মনে কর
দোষের ভাগিদার হতে চাই, চাই-ই।


কেমনে,কেমন সাজা  মিলতে পারে
জানাতে তো কোন আপত্তি নেই
বৃথা নীরাবতার পাতায় চোখ রাখা
পূর্বের ঘটনার মত, সব কিছুতেই।


কথা দিয়ে, মাথায় তুলে নিলাম
অনাকাঙ্খিত সকল দায়ভার,
বিপদ কে পিছনে ঠেলে----
নির্ভয়ে জীবনতরী করো পারাপার।
------------------------------------