না না বলবো না আর
সকল ব্যথা, থাক--যা আছে আমার
ডানা মেলা ছবির মাঝে
যাক হারিয়ে যাক।


অনেক ব্যথা প্রকাশ পেল
লাভ যে কি হলো তাতে
উপহাসের উপহারে
বরন করে নিলাম তাকে।


বন্ধু -সুজন, মনের মানুষ
কেউ বোঝে না মোনের কথা
মজাক ভেবে দেয় উড়িয়ে
অট্টহাসি খেলার ছলে--।


ব্যথার পরশ গায়ে মেখে
ছবির মাঝে যাই হারিয়ে
না না, বলবো না আর
সকল ব্যথা, থাক -যা আছে আমার।
-------------------------------------------------