তোর ওখানে বসত করে ইচ্ছে নদীর ভেলা
আমার ঘাটে ভিড়িস যখন দেখাস ছলাকলা
মুহুর্ত সব সজল বাতি দীর্ঘ কালের ধরা
তোর কাছেতে প্রতিশ্রুতি শব্দ বন্ধ খরা!
আলতো ফুঁয়ে নিভিয়ে দিলি পাহাড় সম ঢেউ
ভালোবাসার রাজপ্রাসাদে আমি কি নই কেউ?
তোর পাড়াতে দুই প্রহরে খবর কে তোর রাখে?
জীবন যেদিন চাইবে হিসেব কি বলবি তাকে?


হতে পারো তুই এখন আয়ান ঘরনী
মেঘের ঘাটেও ভিড় করে যে চাঁদের তরণী
পদ্ম ফুলের পাপড়ি বাহার খেলে সে কি তাস?
তাইতো প্রেমিক চায় যে ছুঁতে করতে বসবাস
সমুদ্রও ঢেউয়ের দোলায় ফুলে ফেঁপে ওঠে
মনে মনে সে ও চায় প্রেম যমুনা উঠুক মেতে
আমার পাড়ায় আকাশ কুসুম রাখিস কি তার খোঁজ?
তবুও সে যে জ্বালায় বাতি অপেক্ষায় রোজ
ঐ দেখো সূর্য কেমন আকাশ জুড়ে মুচকি হাসে
চাঁদ ও চায় মন ভরাতে ওই আলোতে ওর সুবাসে।
---------------------------------------------
-১৬/৮/২০২০-অবুঝ মন-