তুমি নিজের মুখে বললে যেদিন
কতদিন ধরে চলছে এমন
সেদিনই যমুনার তীরে উঠেছিলো ঢেউ
সে কথা আর না জানুক কেউ
তোমার তো অজানা নয়-
শঙ্খচিল মেলে ছিলো ডানা হৃদয়ের কোণায় কোণায়
তুমিও পছন্দের তালিকা মেলে ধরে--
এলে কাছে মনের মাধুরী জড়িয়ে।


পরের গল্প আবারো হলো ইতিহাস
ধরি ধরি করি,ধরতে পারিনি যে
পথ হারানোর গল্প খানিক--
আঁকাবাঁকা পথের বাঁকে রইলো পড়ে
তুমিও সময় ধারা বদলে ফেললে-
অতি সহজীয়া সমীকরণে
নীলাকাশ ছোঁয়া তোমার কথা গুলো
অবাক রাতের তারা হলো
তাতে কি বা যায় আসে?
তুমি পরিযায়ী পাখিদের দলে ভিড়ে
আমার উঠোন জুড়ে ছন্নছাড়া বৃষ্টি হলে
বলতে পারো এমনি করে লাভ কি পেলে?
--------------------------------------------
১৫/১০/২০২০-অবুঝ মন-