ঝিলমিল সানগ্লাসে ভেসে উঠেছিল চাওমিন
সে যে বয়সের ধামাল হেঁটে চলা
সব ফিরে গেছে বাসা খালি করে অশ্বডিম্বের বজ্জাত ঢেউয়ের দোলায়
কাকের হা-পিত্যেশের শেষ যে কোথায়,বলতে কি পারো?
ঘুরছে ফিরছে দেখছেও,কোকিলের উড়ে চলা।


বলতে পারো কার ভালো লাগে জাল রঙের মাচান ছাওয়া গন্ধ?
এর থেকে ঢের ভাল লাঞ্ছনা কিংবা গঞ্জনা
কি বা প্রয়োজন কথামালা ভরা আবেশিত দ্বন্দ্ব?
আমিও হেঁটে বেড়াই ফেলে আসা পথ ধরে
কাঁটার মুকুট কি ফুটে ওঠে না ঘুমের ঘরে?


নিদেন পক্ষে ক্ষতটা হয়তো পাথর হয়েছে এখন
ফিরবার পথ নেই জানি
তাই বলে কি হায়-হ্যালো তেই জীবন পুরের পাতাটি দেবো মুড়ে?
জানি না এ কোন ভুবনমোহিনী মিথুন রাশির চেনা ছবি
স্মৃতিসৌধ রয়েছে আজও,ঢেকে গেছে গুল্মলতার অচেনা মোড়কে!
--------------------------------------------
১১/২/২০২০-অবুঝ মন-