কাকরের উৎপাত মানে হিরকের দরবার খোলা
দাদা খাও,গাঁজা খাও
আর মুখে বলো বোম বোম ভোলা
নোট আর ভোট এই নিয়ে চলছে,চলবে ও খেলা
একদিকে পানশালা খোলা বিপরীতে বন্ধ পাঠশালা!
সাধু নেংটা হলেই করোনা যাবে দূরে,
চলবে সাগর মেলা--বোম বোম ভোলা!
আহ্ কী লকডাউন ভাইরে!মরে যাই মরে যাই
"উপরে ফিটফাট তলায় সাধুরঘাট"
যা কিছু আছোলা বাঁশ,সব গরীবের জন্য সযত্নে রইলো তোলা!
বোম বোম ভোলা।
--------------------------------------
        নীল হয়ে থাকো তুমি
নীল হয়ে থাকো তুমি আপত্তি নেই
নীলাঞ্জনা কোথায় থাকে জানতে পারি?
হয়তো তুমি বলবে এখন হৃদয় মাঝে।
আরে আরে ঠিক তা নয়,দেখা কি হয় শশরীরে?
এখানেও কি থাকবে থেমে?প্রশ্ন ছুড়ে মারবে জোরে
বেল পাকলে কাকের আবার কি যায় আসে?
বন্ধু যখন জড়িয়ে আছে রূপ কথা এক অচিন দেশে
বলতে পারো এমন খবর কার না জানার ইচ্ছে করে?
সুখ দুঃখ সবটা নিয়ে খোঁজ খবরে বাঁচতে হলে
ব্যথার সাগর সময় বুঝে উছল স্রোতে উঠবে দুলে।
--------------------------------------
৬/১/২০২১-অবুঝ মন-