--------------------------------------------
ঝড় উঠেছে বলেই কি আগুনের তাপ গেছে কমে?
রুদ্ধ দুয়ার খুলে দেখবার নেই কি কোন প্রয়োজন?
এত আলো,এত যে সুগন্ধ সব কি করে গেল উড়ে?
হৃদয়ের চরাচর,ঝিলমিল খেলাঘর একসাথে চলা
হারিয়ে কি গেছে কোকিলের কুহুতান প্রতিদিনের?
কি জানি বাপু কি করে সম্ভব হয়!
ঐ যে খোলা আকাশের বুকে চাঁদ আজও রয়েছে জেগে
হয়তো মেঘের আঁচলে ঢাকা পড়ে ক্ষনিক সময়
জোনাকির আলো কখনো কি চিরতরে গেছে নিভে?
বসন্তের উপবোনে কৃষ্ণচূড়া আবির রঙে সাজতে কখনো কার্পণ্য করেছে কি?
কুর্নিশ জানিয়ে হৃদয়ের নিভাঁজ ঢেউয়ে অলীক ফানুস উড়াই মৃত্যু উপত্যকায়
আর মাঝে মাঝে ভাঙ্গন সময়ের স্মৃতিসৌধে হেঁটে বেড়াই নিঃশব্দে নীরবে।
---------------------------------------------
২৯/২/২০২০-অবুঝ মন-