ধৈর্যের করিডোরে অপেক্ষামান
চাতকের মত  চেয়ে চেয়ে হয়রান
বোঝার ইতিহাস রক্তরাঙা
আবেশের ছোঁয়া বাঁধভাঙা।


অবুঝ পাতা হলুদ হয়ে ঝরে
ইচ্ছের বাসনা ,না বোঝার ভান করে
হৃদয়ের ঘর এফোঁড় ওফোঁড়
তোলপাড় তোলপাড় ঝড় তোলে।


মানবিক বোধে কামনা জেগে
মরা নদীর হাতটি ধরে
বান ভেসে আসে গর্জনে
অভিমানের দোদুল দোলে।


সময়ের ধারা পেরিয়ে গেলে
মুখ ভার হয়ে যায় রঙ্গ করে
তবুও কেন যে এতো,বারে বারে
মূল্যবোধের হাতটি ধরে?
-------------------------------------------