কয়েক শতাব্দী আগে ভারতবর্ষে জন্মে ছিলেন
বহু জনদরদী জননেতা,
যাদের দ্বারা পরিচালিত হয়ে
এই দেশ পেয়েছিল স্বাধীনতা।


আজ সমাজের দিকে দিকে
বদলে গেছে বেশ কিছু জননেতাদের ধরন,
সাধারণ মানুষকে মৃত্যুর মুখে
ঠেলে দিতে এরা করে নাকো কোন বারন।


এভাবেই নাকি এগিয়ে চলেছে
এই  মানব সমাজ!
সাধারণ মানুষের প্রাণের মূল্য
এখানে নেই যে আর।


জনগণেরই ভোটে এরা বনে যায়
রাজনৈতিক জননেতা,
রক্তচোষা ড্রাকুলার মতো
গরীবের রক্ত শুষে নিয়ে এরাই আবার হয় যে দাতা।


জন সমাজের বুকে সাধারণ মানুষের
নেই যে নিস্তার আর,
ধরণীর বুকে এরাই যে হলো
আজ মানুষ মারার আসল কারিগর।
----------------------------------