সমাজে মানুষের ব্যবহারে---
আজ ফুটে উঠেছে হিংস্র পশুর পাশবিক রূপ,
সেখানে সম্পর্কের রেশ---
তানপুরার কাটা তারের মত।


হৃদয় কমল আজ---
সুপারির মতো নিরস,
মননের বাঁশি আজ---
বন্দুকের গুলির আওয়াজে আতঙ্কিত।


বাতাসে তাজা অক্সিজেনের জায়গায়---
ভেসে বেড়াচ্ছে বোমা ও বারুদের গন্ধ।
হয়তো বা অন্তরালে বিধাতা নিরবে কাঁদছে,
আর মনে মনে চাইছে- প্রলয় নেমে আসুক এই ধরণীর বুকে।


তাহলে আবার নতুন অরুনের আলোর ছটায়---
নতুন পৃথিবীর জন্ম হবে।
ঘুম ভেঙে প্রকৃতি পাবে,
নতুন প্রাণের পরশ।
-----------------