ধরার বুকে ধোঁয়াশার চাদর
জল স্থল একাকার করে,
ভেসে চলেছে বাতায়ন সমুদ্রে
উজ্বল মুক্তর মতো, ঝরে ঝরে।
নীল দিগন্ত পারে --
অরুণের আলোর ছটা আনন্দ হিল্লোলে,
খেলছে লুকোচুরি খেলা বিভোর ভাবে
মেঘবালিকার আড়ালে আবডালে।
পাখিদের কুহুতান হয়েছে অচেনা,
পল্লী প্রকৃতিকে ও যায়নাকো চেনা
যেন ,চলছে অপরূপ খেলা
শীতের পরশ গায়ে মেখে।
ধীরে ধীরে অচেনা জগতের বুকে
দেখা দিলো চেনা পৃথিবী,
পূব দিগন্ত আলো করে
বরুন আলো উদ্ভাসিত হলো--
কুয়াশার মেঘ গেল হারিয়ে
পৃথিবীর বুক চিরে অতল অন্ধকারে।
--------------------------------------------------