কিছুই মাথায় ঢুকছে না
যেন সংঘবদ্ধ আন্দোলন,ভাটা চলছে শব্দের বুকজুড়ে
পথ হারানো নাবিকের মত হাঁপিয়ে উঠেছি সাঁতারের রূপরেখা খুঁজে পেতে
হঠাৎ ঝাঁকুনি,ফেলে আসা আলপথে তাকাতেই-মনে পড়ে গেল
জন্মেই কি আগুনের গোলা ছিলে?


এবার নিজেকে খেয়ে ফেলার পথ তৈরি হলো
হ্যাঁ তাই,আগুন নেভাবে কি বলো ?
অনুভূতির পাঁজরে হু হু হাওয়া--
বৃষ্টিতে ভিজতে চাইলো রসিক নাগর
একবার কাছে পাই --
টের পাবে-আগুন নেভানো ছাই কী ভাবে ওড়াতে চাই
হৃদয়ে নিভাঁজ ঢেউয়ের তোলপাড় ঝড়।


জোছনা ভরা রাতের তারারাও মুচকি হাসি আঁকছিলো
উপচে পড়লো ইচ্ছের মাঝদরিয়া--
ফাগুন সোফার চেনা রোদ্দুর,বিশ্বাস
বলো তো দেখি-প্রথম কবে-কিভাবে আমায় দেখে ছিলে?
---------------------------------------------
১০/৭/২০২০-অবুঝ মন-