কথা হয়েছিল
প্রেমের সাগর তীরে
চেনা-জানা ঠিকানায়‌।


দেখা হয়েছিল
দ্বিধার কনক-চাঁপায়
সাঁঝবাতি জ্বলা সীমানায়।


আলেয়ার আলো হয়ে এসেছিল
উদ্দাম উচ্ছল স্রোতে
ক্ষণিক আবেগের বসে।


বিদায়ও নিয়েছিল
নির্মম পাষানীর মতো
অজুহাতের পাতা নিয়ে সাথে।


অনেক সময় হলো পার
জীবন হয়েছে বন্দী
কতকিছু আজ হয়ে গেছে পর।


হঠাৎ অচিন পুরে
আবার লাগলো দোলা
স্মৃতির মাধুরী এসে করে শুধু খেলা।


স্বপ্নের মতো দুজনার দেখা হলো
খুশির ঠিকানা এলো ফিরে
মুগ্ধ মায়াবী মায়ার পুরনো তীরে।
--------------------------------------------
১২/৯/১৯