চেতনা সাঁতরায় লইট্যা মাছের মতো
তেলা মাথায় তেল দিয়ে দিয়ে--
সমাজের দিকে দিকে কাকেরা ময়ূর ভাবে নিজেদের
আর দেশ যায় ডুবে ঘন আঁধারে।
এসব কাণ্ডকারখানা স্বচক্ষে দেখে
মেরুদন্ডেরা যখনই মাথা তুলে প্রতিবাদ করে---
তখনই ঘর শত্রু বিভীষণেরা ঘেউ ঘেউ করে ফেউ তুলে
দুমুখো সাপের মত জয়ধ্বনি দেয় ভেকধারী ময়ূর রুপি কাকেদের।
ফলস্বরূপ মেলে বাঁদরের পদাঘাত জোরে জোরে
আর চেতনা আরো তলিয়ে যায় বিষবাষ্পের গভীরে।
---------------------------------------------কবিতাটি-'ইচ্ছে কুঁড়ি' বইমেলা সংখ্যা-২০১৯ প্রকাশিত হয়েছে