সুবাসিত সরোবর,চেতনার জানালায় চোখ রাখি
প্রাণেতে নিবিড় বিদ্রোহ আলো-ছায়া মাখামাখি
টের পাই "মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান"
হাতে হাত রাখা মানবিক আহ্বান,জীবনের জয়গান
সেই শুরু এগিয়ে চলার,বর্ণমালার দামাল ঝড়-তুফান
আঁধারের কাঁটা ঝোপঝাড় পথ পেরিয়ে আলোতে ফেরার জাগরন
হাওয়ার মতো দিকে দিকে মুখরিত হলো বিদ্রোহী সুরমালা
চেতনার অমৃতরসে এলো ভেসে সাম্যবাদী বরণডালা
সংগ্রামী হাতিয়ার বিপ্লব জয়ী,শাসকের পলায়ন
উদয় পালের তরীতে উড়ান স্নিগ্ধ বিজয় কেতন
বাংলা ও বাঙালি থাকবে যতদিন ভুলবে কি সেই নাম?
সুর হয়ে ঝরে 'সবার হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনাতে নজরুল'ইসলাম।
--------------------------------------------
১৮/৫/২০২০-অবুঝ মন-