ভুলে গেছো বলে ফোটালে যে ফুল
এ জীবনে সে কি শুধু করে গেছে ভুল?
তুমি কি মনে করো এ এক ধোঁয়ার শরীর?
আর কি নিতে চাও বলো?


হয়তো তাকে না চিনে,এমন উৎসের খোঁজে ছিলে
অনেক দিনের গভীর জ্বালাটা জুড়াবে বলে
তাই কি নির্দ্বিধায় আগুন হাওয়া মারলে ছুঁড়ে?
শেষ পর্যন্ত গান্ধী ঘাটের হারানো চরকে বেছে নিলে!
সত্যি অপূর্ব চরাচর শতাব্দীর আবেগী শিল্প সৃজন
মনের বাঁধন অতিব কাহিনী সমান!--অধিকতর নেই প্রয়োজন?


চেয়ে দেখো এ আকাশ,বাতাস,----
ভরা দিঘির জল,অনন্ত দিগন্ত নয় মৃত।
---------------------------------------------
২২/১১/২০২১-অবুঝ মন-