।। ছিঃ-ছিঃ-ছিঃ।।
।।নরেশ বৈদ্য।।
-------------------------------------------
অস্তিত্ব বিকিয়ে যারা --
নিজেরাই নিজেদের করে সর্বনাশ।
মিষ্টি সুরে- আঙ্গুল উঁচিয়ে --
লোকে তাদের বলে-ঐ দেখো চেয়ে,
সামনে যায় যে-সমাজের দলদাস।


চাটার সীমানা আজ ডুবে গেছে--
মাদকের ভয়ঙ্কর ছোবলের মতো,
নির্লজ্জ মোহময় পোশাকের আড়ালে।
বাঁশ তাই মহার্ঘ উপহার স্বরূপ --
চেপে বসেছিল এতদিন, স্বজাতির কপালে।


অনশনের ফল হাত পেতে নিতে --
এদের একটু ও  লজ্জা নাই।
দলদাস রূপে অনশনকারী সহকর্মী --
'পারমিতা বড়ুয়ার' গায়ে হাত দেওয়া!
ছিঃ- ছিঃ- ছিঃ-মরি ,লাজে মরে যাই।
------------------------------------------
৭/৮/১৯