প্রতিষেধকের উপায় খুঁজে
রাজা করলেন রুদ্ধদ্বার
আলাদিনের প্রদীপ ছুঁলে-
রোগ কি হবে প্রগাঢ় পার?


শ্রমিক কুলি মজুর যতো
দেশ-বিদেশে রইল পড়ে
কানাকড়ি গড়ের মাঠ
পেটের উনুন জাপটে ধরে।


রাজা মশাই থাকেন ঘোরে
ওরা সবাই ধুঁকছে মরে
কথার মালায় বেজায় সুখ
এটাই আসল রাজার মুখ।


কুছ পরোয়া নেই যে তার
এমন কত করেছে সাবাড়
আলগা বাঁধন ফস্কা গেরু
করলো তিনি জবর শুরু।


পিটিয়ে ঢোল ফাটালো ঢাক
তলে তলে চিচিং ফাঁক
নকুল দানার বেজায় সাঁস
রুখবে কে কার ঝাড়ের বাঁশ?
বিদেশ ভুইয়ের নতুন চাষ
জাঁকিয়ে করলো বসবাস।
---------------------------------------------
৬/৬/২০২০-অবুঝ মন-