মানুষ খেকো শকুন গুলো
ধুনোর গন্ধ একটু পেলে
মুখিয়ে থাকে ফেরার দলে।


ফিরে এসেই জাাঁকিয়ে বসে
ভাঁড়ার ভরার হিসাব কষে
উলুখাগড়ার রক্ত চোষে!


বক ধার্মিক সাজবে বলে
এপার থেকে ওপার হলে
শুঁটকি গন্ধ যায় কি চলে?


ও দেখো ঐ রেড জোনে
দাঁড়িয়ে কারা কে না জানে?
গতর খাটে পেটের টানে।


ওরাও  দুর্গা একটু যেনো
রঙের ফানুস উড়ায় কি?
ওদের দেখে না হয় শিখি।
--------------------------------
১০/৬/২০২১-অবুঝ মন-