কথা তো ছিল বৃষ্টিতে ভিজবার
ছিল না সেখানে রক্ত বমির স্রোত
কথাতো ছিল একই ছাতার তলে দাঁড়াবার
ছিল না বুকেতে উদ্বেগ চোরাবালি স্রোত।


কথা তো ছিল স্বপ্নের রঙ মাখবার
ছিল না সেখানে মন যুদ্ধের অচেনা রথ
কথাতো ছিল অজানাকে চিনবার-জানবার
ছিল না সেখানে বোকা বানানোর কোন পথ।


কথা তো ছিল নয়নে থাকবে জ্যোৎস্নার ভার
ছিল না সেখানে মিথ্যে অচেনা অম্লান
কথা তো ছিল বিস্তৃত আকাশে পাড়ি দেওয়ার
ছিল না সেখানে বদ্ধ খাঁচার কোনো স্থান।


অথচ,সব কথা আজ মেঘ হয়ে ভেসে গেছে
না থাকা চালাকির শিল্পকলা আঁচে--
ঘন কুয়াশায় দৌড়ে চলে রাজহাঁস
প্লাবন ঘন ব্যাথিত বিহন ভাঙা কাঁচে।
----------------------------------------
১২/৬/১৯